যশোর অফিস : অবৈধ ভাবে ভারত অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ১৫ জন নারী পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের আনুষ্ঠানিক ভাবে বেনাপোল আইসপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে । তারা হলেন, ঢাকার নূর মোহাম্মদের ছেলে সোহেল, ফেনীর আব্দুল খালেকের ছেলে ইসরাফিল, যশোরের নূর হোসেনের মেয়ে তানিয়া, ছাত্তার শেখের মেয়ে সুফিয়া, হারান বিশ্বাসের ছেলে অন্য বিশ্বাস, জাবেদ আলীর মেয়ে তহমিনা, তরিকুল সিকদারের ছেলে আব্দুল লতিফ, ফরিদপুরের আবুল শেখের মেয়ে সুরাইয়া বিশ্বাস, আবু আকুলের মেয়ে রুমা, ঢাকা ফতুল্লার সিরাজ ব্যাপারীরর মেয়ে জেবা আক্তার, নারাণগঞ্জের নিপনের মেয়ে টুম্পা, জুতি বিশ্বাসের মেয়ে হারাধণ বিশ্বাস, মুনসিগঞ্জের মোতাহার শেখের ছেলে শাহিন শেখ, আব্দুল আলমের ছেলে আরাফাত ও কুমিল্লার আব্দুস ছালামের ছেলে ছোটন মিয়া। বিজিবি জানায়, আটক হওয়া বাংলাদেশি নারী-পুরুষদের ভালো কাজের আশ্বাস দিয়ে দালাল চক্র সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরবর্তীতে এসব নারী-পুরুষ আবার ফেরার সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তাদের আটক করে। এসময় মানবিক কারণে আটকদের ভারতীয় পুলিশের হাতে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে। ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বলেন, আটক বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগে দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে। পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে আটক ১৫ বাংলাদেশি
Spread the love
Spread the love