যশোর অফিস : যশোরে অবৈধপথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল পোর্ট থানার বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে মঙ্গলবার সকালে শিশুসহ ৮ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটকরা হলো যশোরের ঝিকরগাছা উপজেলার খায়রুলের ছেলে নাজমুল (২২), সুলতান শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪০), যশোর সদরের হরেন হালদারের ছেলে আপন হালদার (২৫), আজিজুল মিয়ার ছেলে শফিকুল (২৪), তার স্ত্রী রুপা (১৮), খুলনার বারাকপুরের পিয়াল শেখের স্ত্রী তাজমিন (২০), শিশু তামিম (৩) ও ফরিদপুর মোস্তাপুরের আলী মন্ডলের স্ত্রী রাহেমা (৫৫)। বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালালউদ্দিন জানান, সকালে আটক ব্যক্তিরা অবৈধ সীমান্ত দিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, আটককৃতদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
অবৈধ ভাবে ভারত থেকে আসার সময় আটক ৮
Spread the love
Spread the love