রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। ভ্যানের সাত যাত্রীই ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দিয়েছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে বালুবাহী ট্রাকটি বাগমারা উপজেলার তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।