তাজউদ্দিন আহমেদ (তাজুল) সারিয়াকান্দি,বগুড়া : আগামীকাল মঙ্গলবার (১৩/১০/২০১৫ইং) তারিখ, বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসানের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরিক্ষা ২০১৫ইং অনুষ্ঠিত হবে। এবারের এ পরিক্ষায় উপজেলার মোট ৪৫৮১(চার হাজার, পাঁচশত একাশি) জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করবে। তার মধ্যে ছাত্র শিক্ষার্থী ২১৮৮ (দুই হাজার, ১’শ আটাশি) জন এবং ছার্ত্রী শিক্ষার্থী ২৩৯৩ (দুই হাজার, তিনশত, তিরানব্বই) জন। শিক্ষার্থীর সুবিধার্থে ও যাতায়াতের ভোগান্তি কমাতে উপজেলার ১৬ টি পরিক্ষা কেন্দ্রে দুুই শিফ্টে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কড়িতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়গাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রথম শিফ্ট সকাল দশটা থেকে দুপুর ১২’টা এবং দ্বিতীয় শিফ্ট ১টা থেকে ৪’টা পর্যন্ত চলবে। ১ম শিফ্টে ইংরেজি এবং ২য় শিফ্টে ইসলাম ও নৈতিক শিক্ষা পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার কেন্দ্রে যেন, পরিক্ষা চলাকালীন সময়ে কোন অনিয়ম না হয় এজন্য উপজেলা থেকে পুলিশ প্রসাশন মোতায়ন করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অফিস কর্তৃপক্ষ।
আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষাসমাপনী মডেল টেস্ট পরিক্ষা – ২০১৫ইং
Spread the love
Spread the love