তারিক আবেদীন,দিনাজপুর : দিনাজপুরের বিভিন্ন উপজলায় আগাম জাতরে আল চাষে ব্যস্ত দিন পার করছেন কৃষকেরা। বীজ বপনরে কাজ পুরোদমে শুরু হয়ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে বীরগঞ্জ উপজেলার ২৫মাইল, দলুয়া, শিতলাই, পাল্টাপুর, কাহারোল উপজেলার রসুলপুর, ভবানিপুর, মোহাম্মদপুর, খানসামা উপজেলার নলবারি, টংগুয়া, সহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় এধরনের আগাম আলু চাষে নেমেছে কৃষকরা। বীরগঞ্জ উপজেলা পঁচিশ মাইল এলাকার কৃষক আবুল হোসেন জানান, গতবারে ৩ বিঘা মাটিতে আগাম আলু চাষ করে খুব বেশী লাভ করতে পারিনাই, এবারে তাই ২ বিঘা মাটিতে লাগাচ্ছি। একই উপজেলার শিতলাই এলাকার বাবু জানান, যে হারে সার কিটনাশকের দাম বাড়তেছে আমরা মধ্যবৃত্ত্ব শ্রেণীর কৃষক কুলায় উঠতে পারছিনা। প্রতিবছর এসব এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগাম আলু উৎপাদন করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। তাই অলু চাষে সরকারী সহযোগীতার আহ্বান জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
আগাম আলু চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষক
Spread the love
Spread the love