অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক আওয়ামীলীগ নেতা সরকারী অর্থে নির্মিত ইরিব্ল¬কের ড্রেনে ভেঙে ইট নিয়ে গেলেন নিজ বাড়িতে। এঘটনায় চাষীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক বিশ্বস্তসূত্রে জানা গেছে, উপজেলার ৫নং রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লালমিয়া কবিরাজের বাড়ি সংলগ্ন এলাকায় চাষীদের সেচ সুবিধার জন্য এলজিইডি বিভাগের আওতায় ইরিব্ল¬কের ১শ’ ফুট পাকা ড্রেন নির্মাণ করা হয়। রোববার ও গতকাল সোমবার ওই আওয়ামীলীগ নেতা ইরিব্ল¬কের ড্রেন ভেঙে সকল ইট তার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় ওই এলাকার চাষীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী লালমিয়ার কারণে কেউ মুখ খুলছেনা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ড্রেন ভেঙে ইট নেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে খোঁজখবর নিয়ে ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, এধরণের কোন ঘটনা আমার জানা নেই। কোন খাতে ড্রেন নির্মাণ করা হয়েছিল তা জেনে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে অভিযুক্ত লালমিয়া কবিরাজ ড্রেন ভেঙে ইট নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের অনুমতি নিয়ে তিনি ড্রেন ভেঙেছেন। চেয়ারম্যান বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝাড়ায় এক আওয়ামীলীগ নেতা ইরিব্ল¬কের ড্রেন ভেঙে ইট নিয়ে বাড়ি নিয়ে যাওয়ায় চাষীদের মাঝে ক্ষোভ
Spread the love
Spread the love