বিনোদন প্রতিবেদক : আজ চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের জন্মদিন। এবারের জন্মদিনটি এর আগের জন্মদিনগুলোর চেয়ে একটু আলাদা এ কারণেই যে এখন তিনি অভিনয়ের পাশাপাশি শিল্পীদের নেতা হিসেবেও কাজ করছেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি গুরু দায়িত্ব পালন করছেন। অমিত হাসান বলেন,’ জন্মদিনে সবার দোয়া ও ভালোবাসা চাই। ভালো ভালো চলচ্চিত্রে কাজ করছি এখন। আগামীতেও যেন আরো ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করতে পারি এই দোয়া চাই সবার কাছে।’ অমিত হাসান জানান ঘরোয়াভাবে আজকের জন্মদিনটি তিনি উদ্যাপন করবেন। অমিত হাসানের নতুন চুক্তিবদ্ধ হওয়া সিনেমার মাঝে রয়েছে হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা। মিশা সওদাগরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত ঈদে তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পায়। একটি ইফতেখার চৌধুরীর ‘অগি্ন-টু’ ও অন্যটি তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’। দুটি চলচ্চিত্রে তিনি ভিন্ন দু’টি চরিত্রে অভিনয় করেছেন। ‘অগি্ন-টু’তে তিনি অভিনয় করেছেন মিঠুন সরকার চরিত্রে এবং ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি রানভির বাবু চরিত্রে। দুটি চলচ্চিত্রে অমিত হাসান’র অভিনয় বেশ প্রশংসিত হয়। টাঙ্গাইলের ছেলে অমিত হাসান বর্তমানে মনতাজুর রহমান আকবরের ‘গু-ামি’, সায়মন তারিকের ‘এক মিনিট’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘বিধ্বস্ত’ চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত। মুক্তির অপেক্ষায় আছে প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’ ও শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’। কাজ করছেন রাজা চন্দ পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস্ন্যাক’র কাজ।
আজ অমিত হাসানের জন্মদিন
Spread the love
Spread the love