স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ১৯৭২ সালের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এক জনসভার মাধ্যমে দলটি প্রতিষ্ঠিত হয়। শ্রেণীহীন সমাজব্যবস্থা তথা ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ প্রতিষ্ঠার স্লোগান নিয়ে এ দলটির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাকালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) এম এ জলিল সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ‘চার খলিফার এক খলিফা’ হিসেবে খ্যাত আ স ম আবদুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাত্তি্বক নেতা সিরাজুল আলম খান ছিলেন জাসদ প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। জাসদ তার প্রতিষ্ঠার দীর্ঘ ৪৩ বছরের পথপরিক্রমায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সময় দলটি নানা ভাগ ও ধারা-উপধারায় বিভক্ত হয়েছে। ১৯৯৭ সালের ৩১ অক্টোবর জাসদ ও বাসদের বিভিন্ন ধারা একত্রিত হয়ে আ স ম আবদুর রবকে সভাপতি ও হাসানুল হক ইনুকে সাধারণ সম্পাদক করে ঐক্যবদ্ধ জাসদ গঠিত হলেও ২০০২ সালের অক্টোবরে আবারও তা দুটি ধারায় বিভক্ত হয়ে যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ আজ সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেএসডিও অনুরূপ কর্মসূচি পালন করবে
আজ জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
Spread the love
Spread the love