গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, আগামী বিশ্ব ইস্তেমায় এ জেলার মুসল¬ীরা যেতে পারবেন না বিধায় তারা স্বতন্ত্রভাবে জেলায় এ ইস্তেমার আয়োজন করেছেন। ইস্তেমা উপলক্ষে সদর উপজেলার মানিকদাহের মরা মধুমতি নদীর তীরে হাউজিং এলাকায় তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লীদের থাকার জন্য বাসস্থান, স্বাস্থ্য সেবার মেডিকেল টিম গঠন, অজু থানা নির্মাণ করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে অর্ধলক্ষাধিক মুসল্ল¬ী অংশ নেবেন বলে ধারনা করছেন আয়োজকরা। আইন শৃংখলা রক্ষায় ২ শতাধিক পুলিশের পাশাপাশি দেড় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। আয়োজক কমিটির সদস্য ডা: মাহফুজুর রহমান জানান, ইজতেমা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবীরা এসব কাজ করছেন।
আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী গোপালগঞ্জ জেলা ইজতেমা
Spread the love
Spread the love