রুবাইয়াত আম্বিয়া জাহান স্বাতী : পাবনার আটঘরিয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহ ৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভরতপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল রোববার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের মৃত মাসুদ আলীর ছেলে সালাউদ্দিন ওরফে বিশাল চৌধুরী (২৭) পীর নামে এলাকায় ব্যাপক পরিচিত। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় কে বা কাহারা তাকে গুলি করে মৃত নিশ্চিত করে ফেলে রাখে। ভোর সাড়ে পাঁচটার দিকে নিহতের দাদী নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে তার রক্ত মাখা মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে। পরে আশে পাশে লোকজন ছুটি এসে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহ ৯ জন আটকৃতরা হলো- খুলনার জেলার দৌলতপুর থানার সাতক্ষীরা বনানী পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে বজলুর রহমান (৩০), পটুয়া খালী বাউফল থানার কেশবপুর গ্রামের শানু মিয়ার ছেলে রুহুল আমিন ফিরোজ (২৯), চট্রগ্রাম জোরারপুরগঞ্জ থানার দেড়মানপুর এলাকার মোঃ হাদীর ছেলে নাছির উদ্দিন (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর এলাকার মোঃ মনির উদ্দিনের ছেলে মোঃ আইনুল হোসেন (৩৫), আরামবাড়িয়া গ্রামের মোঃ নুর মোহাম্মদ প্রাং এর ছেলে মোঃ হাশেম আলী (৩২), ঈশ্বরদী বড়ই চারা গ্রামের রওশন আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৪), নাটোর জেলার বড়াই থানার চিরিরামপুর গ্রামের সালামত আলী মন্ডলের ছেলে মোঃ মাসুদ রানা (২৮),লালপুর থানার মোমিতপুর মহরদায়া গ্রামের মৃত- আলহাজ আঃ আজিজ প্রাং এর ছেলে আসলাম আলী (৪৭), ঈশ্বরদীর আরামবাড়ীয়া আসনা এলাকার মোঃ নজরুল আলীর ছেলে মোঃ হাসু (৩০)। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটঘরিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা : আটক ৯
Spread the love
Spread the love