নওগাঁ প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি বলেছেন, আমাদেরকে বিরসা মুন্ডার শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং হৃদয়ে ধারন করতে হবে। তার আদর্শ অনুপ্রানীত হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। সবাইকে বিরসা মুন্ডার সৈনিক হতে হবে। ধর্ম বর্ন আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই মানুষ। মানুষের মত মানুষ হয়ে কাজ করতে হবে। আদিবাসী নেতা মিরা কুমার, করিয়া মুন্ডা ও বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রানীত হয়ে শিক্ষা নিয়ে দেশ ও জাতীর সেবায় কাজ করার আহবান জানান তিনি। তিনি আজ সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ে উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার ২দিন ব্যাপী ৫ম জাতীয় সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন। এতে প্রধান অতিথি ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি। কেন্দ্রীয় কমিটির জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ও জাগকে উঠক মুন্ডার আহবায়ক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, আধিবাসী যুব পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনসহ আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঝ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মেলনে প্রায় ১১টি জেলার প্রায় ৩হাজার মুন্ডা সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।
আমাদের সবাইকে বিরসা মুন্ডার শিক্ষায় শিক্ষিত হতে হবে
Spread the love
Spread the love