সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আম্বরখানায় এক নারীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে পেটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে আম্বরখানা নিপুণ টেইলার্সের মালিক তপু ও তার ভাই অপুকে। বৃহস্পতিবার সিলেট কোতোয়ালী থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার এজহারে নির্যাতিতা নাজমা আক্তার উল্লেখ করেন- তিনি তপুর মালিকানাধীন নিপুণ টেইলার্সে কাজ করতেন। তিনমাস ধরে তপু তার মজুরি পরিশোধ না করে সময়ক্ষেপন করতে থাকেন। এ অবস্থায় তিনি তিন দিন টেইলার্সে আসা বন্ধ করে দেন। গত ৮ সেপ্টেম্বর তপু টাকা নেয়ার কথা বলে তাকে টেইলার্সে ডেকে নেয়। কিন্তু তপু তার ভাই অপু বেতন না দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি টেইলার্স থেকে বের হয়ে যেতে উদ্যত হন। এসময় তপু ও অপু তাকে রাস্তায় ফেলে মারধর করে। এছাড়া তপু তার শ্লীলতাহানী ঘটায় বলেও এজহারে অভিযোগ করেন নাজমা। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ।
আম্বরখানায় নারীকে পিটুনি: দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
Spread the love
Spread the love