মৌলভীবাজার প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের সারজাহ রোলা এলাকায় তিনতলা থেকে পড়ে জুড়ীর শাহীন আহমদ (২৪) নামে এক যুবকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি গত বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঘটেছে। শাহীন মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের বাসিন্দা আবুল কাশেমের তৃতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন প্রায় আড়াই বছর পূর্বে জীবিকার সন্ধানে ওমান যায়। দেড় বছর সেখানে কর্মরত ছিল। কিন্তু তার চাকরিদাতা ভাল না থাকায় সেখান থেকে আরব আমিরাতের সারজাহ রোলা এলাকায় তার ভাই, চাচা ও মামাদের নিকট পাড়ি জমায়। সেখানে বছরাধিককাল থেকে অবৈধভাবে বসবাস করে কাজ করছিল। ঘটনার সময় তাদের আবাসস্থলে স্থানীয় গোয়েন্দা পুলিশ অভিযান শুরুকরে। এ সময় শাহীন ভবনের তৃতীয় তলার জানালায় ঝুলে আতœরক্ষার চেষ্টা করলেও নিয়তি তাকে রক্ষা করতে পারেনি। জানালার ফ্রেমসহ খোলে নিচে পড়ে যায় শাহীন। খবর পেয়ে পুলিশ এসে গুরত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় দুই ঘন্টা পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।জুড়ী সংবাদদাতা :: সংযুক্ত আরব আমিরাতের সারজাহ রোলা এলাকায় তিনতলা থেকে পড়ে জুড়ীর শাহীন আহমদ (২৪) নামে এক যুবকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি গত বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঘটেছে। শাহীন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের বাসিন্দা আবুল কাশেমের তৃতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন প্রায় আড়াই বছর পূর্বে জীবিকার সন্ধানে ওমান যায়। দেড় বছর সেখানে কর্মরত ছিল। কিন্তু তার চাকরিদাতা ভাল না থাকায় সেখান থেকে আরব আমিরাতের সারজাহ রোলা এলাকায় তার ভাই, চাচা ও মামাদের নিকট পাড়ি জমায়। সেখানে বছরাধিককাল থেকে অবৈধভাবে বসবাস করে কাজ করছিল। ঘটনার সময় তাদের আবাসস্থলে স্থানীয় গোয়েন্দা পুলিশ অভিযান শুরুকরে। এ সময় শাহীন ভবনের তৃতীয় তলার জানালায় ঝুলে আতœরক্ষার চেষ্টা করলেও নিয়তি তাকে রক্ষা করতে পারেনি। জানালার ফ্রেমসহ খোলে নিচে পড়ে যায় শাহীন। খবর পেয়ে পুলিশ এসে গুরত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় দুই ঘন্টা পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
আরব আমিরাতে তিনতলা থেকে পড়ে মৌলভীবাজারের এক যুবকের মৃত্যু
Spread the love
Spread the love