বিনোদন প্রতিবেদক : ‘আশিকি’র ব্যবসায়িক সাফল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এর পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তির প্রথম চার দিনেই ৩ কোটি টাকা আয় করেছে ‘আশিকী’ চলচ্চিত্রটি। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ঈদে ১০৫টি হলে মুক্তি পাওয়া ‘আশিকী’ প্রথম সপ্তাহের মত ২য় সপ্তাহেও সাফল্যের ধারা বজায় রাখছে।২য় সপ্তাহেও প্রায় ১০০টি সিনেমা হলে প্রদর্শিত হছে ছবিটি। কাগজ পত্রে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রাবেয়া ফিল্মস হলেও প্রেস বার্তায় জাজ মাল্টিমিডিয়াকে প্রযোজক প্রতিষ্ঠান দাবি করা হয়। প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন জানান, যেভাবে বুকিং চলছে তাতে আগামী সপ্তাহেও সিনেমাহলের সংখ্যা একশ’র কাছাকাছিই থাকবে বলে আশা করছি। খোকন বলেন, ‘আশিকী’ কিন্তু প্রত্যাশা অনুযায়ীই ব্যাবসা ককরে যাচ্ছে। দুই বাংলা মিলিয়ে আমরা কিন্তু প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখেছি। যারা আশিকী নিয়ে অপ্রচার চালাচ্ছেন, তারা চাইলে আমাদের প্রতিদিনের প্রতিটি সিনেমা হলের সেল রিপোট দেখাতে পারবো। এ পর্যন্ত কোন হল মালিক আমাদের কাছে আশিকী নিয়ে কোনোরকম অভিযোগ প্রদান করেনি, বরং তারা সানন্দেই ছবিটি চালাচ্ছেন।
উল্লেখ্য, ‘আশিকী’ সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের অংকুশ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।
আশিকী’র ব্যবসায়িক সাফল্যে জাজ মাল্টিমিডিয়ার সন্তষ্টি
Spread the love
Spread the love