মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থান গড় শাখার উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় শাখা ভবনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক আইয়ূব আলী সিডিসি এস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামীর ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মতিয়ার রহমান। বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল অফিসার তমিজুল ইসলাম সরকার, ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ফেরদাউস জামান, আব্দুর রহমান, নিজাম উদ্দিন, আঃ হান্নান, ইনডিপেনডেন্ট জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল মান্নান সামাউন, শারমিন আক্তার, লুৎফর রহমান, সুকার্তি, রাজকুমার, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, ডাক্তার হিসাবে রুগি দেখেন ডাঃ গাউছুল আজম সুজন, ডাক্তার লিয়াকত আলী, ডাক্তার আবু শিহাব। উক্ত অনুষ্ঠানে ২৫০ জন রুগিদেরকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও অতি প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
ইসলামী ব্যাংক মহাস্থান গড় শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন
Spread the love
Spread the love