বিনোদন প্রতিবেদক : আসছে ঈদ উপলক্ষে একাধিক খন্ড নাটকের কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার মধ্যে অতি সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে জুটি বেঁধে ‘এয়ারপোর্ট’ নামের একটি নাটকের কাজ শেষ করলেন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, খুব দারুণ একটি গল্প। অভিনয় করে খুব ভাল লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এর আগে তাহসানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে নাটকে অভিনয় করেছেন তিশা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মনসুবা জংশন’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘অ্যাডিকশন’, ‘অপেক্ষা’, ‘মনের মতো মন’, ‘লাভলেইন’, ‘ফায়ারফ্লাই’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘অল অ্যাবাউট আস’, ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’, ‘অ্যাংরি বার্ড’সহ আরও কিছু নাটক। যার প্রতিটিই দর্শক নন্দিত হয়েছে। বিশেষত গেল ঈদে আরটিভিতে প্রচার হওয়া ‘অ্যাংরি বার্ড’ নাটকটি বেশ প্রশংসিত হয়। এদিকে গেল ঈদে প্রচার হওয়া ‘কালাগুল’ নাটকটির পর এবার তারই সিক্যুয়াল ‘গুলবাহার’-এ অভিনয় করেছেন তিশা। সুমন আনোয়ারের পরিচালনায় সিক্যুয়ালের প্রথম নাটকটি ছিল ‘রাতারগুল’। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমানে নির্মাণাধীন ‘মেন্টাল’ ছাড়াও ‘এ প্লাস বি’ নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনও সব চূড়ান্ত হয়নি।
ঈদের কাজ নিয়ে ব্যস্ত তিশা
Spread the love
Spread the love