বিনোদন ডেস্ক : আসছে ঈদে শ্রোতাদের হাতে নিজের নতুন একক অ্যালবাম তুলে দিচ্ছেন ফাহমিদা নবী। অ্যালবামের নাম ‘সাদা কালো’। এতে মোট গান থাকবে সাতটি। সবক’টি গানেরই সুর সংগীতায়োজন করেছেন শান। আর গানগুলো লিখেছেন ইবনে সুমন, হাসনাত মোহসীন, নাজির, ফারহানা হক ও জাহিদ আকবর। অ্যালবামে ‘সাদা কালো’ গানে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শান নিজে। এ গানটি ইবনে সুমনের লেখা। নিজের নতুন একক এবং গানের সমসাময়িক বিষয় নিয়ে ফাহমিদা নবী বলেন, সত্যি বলতে কি এখন বয়স এবং অবস্থানগত দিক দিয়ে এমন একটা সময়ে চলে এসেছি যেখানে নিজের ভাবনায় সবসময় ভাল কিছুই লালন করার চেষ্টা করি। একটি ভাল গীতিকবিতা, ভাল সুর খোঁজার চেষ্টা করি। সেই ভাবনা এবং দায়িত্ব থেকে আমার নতুন অ্যালবামের গানগুলো করা। শান খুব ভাল সুর করে। তার কাজে আমি মুগ্ধ। এখন আসলে সংগীতাঙ্গনে এমন একটি সময় পার হচ্ছে যেখানে সংগীত সংশ্লিষ্টরা রয়্যালটিসহ আরও নানা বিষয়ে নিজেদের আর্থিক লাভের কথা ভাবতে গিয়ে ভাল গান কম হচ্ছে। গানের বাণী, সুর বা গায়কী এমনই বিষয় যা এত কিছু ভেবে আসলে সৃষ্টি করা যায় না। মন থেকে ভালবাসা, ভাললাগা থাকতে হয়।
শান বলেন, আমি চেষ্টা করেছি শ্রোতাদের মাঝে বহুকাল কিছু গান বেঁচে থাকার মতো করতে। ফাহমিদা আপা আমাকে যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা তার গানে মুগ্ধ হবেন আবারও। এদিকে যুক্তরাষ্ট্রে বঙ্গমেলায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে নিজের নতুন এই একক অ্যালবামটি প্রকাশের ব্যাপারে আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ফাহমিদা নবী। তার নতুন আরও কিছু গান শ্রোতারা ইচ্ছে হলেই শুনতে পারেন নির্ঝরের ১০১টি গানের অ্যালবামে ফাহমিদা নবীর আটটি গান কিংবা আসিফ ইকবালের মিক্সড অ্যালবামের চারটি গান। আসছে ঈদে ফাহমিদা নবীর বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তিনি বলেন, দেশে এখন অনেক ভাল ভাল স্যাটেলাইট চ্যানেলে আছে। ভাল মিউজিক ভিডিও নির্মাণে চ্যানেলগুলো খুব গুরুতপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঈদে আসছে ফাহমিদা নবীর নতুন একক ‘সাদা কালো’
Spread the love
Spread the love