ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জোরেসোরে চলছে কোচ মেরামতের কাজ। নিয়মিত কাজের বাইরে ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কারখানটিতে ৮৪টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৬টি ব্রডগেজ ও ৩৮টি মিটারগেজ লাইনের কোচ। জনবল সংকট পুষিয়ে নিতে শ্রমিক ও কর্মচারীরা ওভারটাইম কাজ করে চলেছেন। জানা গেছে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত আছেন। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া আছে সরঞ্জাম সংকট। নেই বুশ, সুইং হ্যাঙারের স্বাভাবিক সরবরাহ। ফলে কোচ মেরামত বিঘিœত হচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করে সৈয়দপুর রেলওয়ে কারখানার সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী বেলাল হোসেন সরকার জানান, কোনো যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট নেই এখানে। কোচ মেরামতে সবকিছু স্বাভাবিকভাবে সরবরাহ দেয়া হচ্ছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে কোচগুলো রেলওয়ে পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে বলেও জানান ওই প্রকৌশলী।
ঈদে যাত্রীদের ভোগান্তি দুর করতে সৈয়দপুরে মেরামত হচ্ছে ৮৪টি রেলকোচ
Spread the love
Spread the love