জিএম বাবু, রাজগঞ্জ যশোর : যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খাঁন টিপু সুলতান বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই উন্নত জাতি হিসেবে নিজেদের সুন্দর করে গড়ে তুলতে হলে শিক্ষার বিকল্প নেই। মঙ্গলবার সকালে উপজেলার গাংগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. গোবিন্দ কুমার মজন্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খেদাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মুজিবর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেবাশীষ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জয়ন্ত কুমার বাবু, প্রভাষক আলাউদ্দিন লিটন, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কমুমার, আলী আহম্মেদ, সরকারি শিক্ষিকা আফরোজা পারভীন, ফরিদা পারভীন ও শরিফুল ইসলাম প্রমূখ।