উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ ১৩ নভেম্বর হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রাজাকার আল বদরদের সহযোগিতায় পাকিস্তানী বাহিনী কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ১৫টি গ্রামের ৬৯৭ জন মানুষের উপর হামলা চালিয়ে দাঁগার কুঠি বধ্যভূমিতে জড়ো করে গুলি করে ও বেনেট দিয়ে হত্যা করে। পুড়িয়ে দেয় গ্রামের পর গ্রাম। ধর্ষিত হয় বহু নারী। বিধবা হয় শতাধিক গৃহবধূ। এদিন শহীদ হন মুক্তিযোদ্ধা গোলজার রহমান, নওয়ার আলী, আবুল কাশেম, কাচ মিয়া, দেলওয়ার হোসেন, হিতেন্দ্র নাথ ও আবু বক্করসহ ৭ জন। সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেঁচে আছেন অনন্তপুর গ্রামের বাবর আলী, জহুর উদ্দিন ও কামাল উদ্দিন। যাদের বুকে এখনও রয়েছে তাজা বুলেট তারা সরকারিভাবে কোন সহযোগিতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি প্রদান ও সরকারি সহযোগিতার দাবি জানান পরিারের সদস্যরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল, আলোচনা সভা, শহীদদের স্মরণে দাগার কুটি স্মৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী হাতিয়া দিবস পালন করেছে।
উলিপুরে আজ হাতিয়া গণহত্যা দিবস
Spread the love
Spread the love