বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ইমন ভক্তদের জন্য সুখবর। ছোট পর্দা থেকে যাত্রা শুরু করা ইমন আবারো কাজ করলেন ঈদের বিশেষ নাটকে। নাটকের নাম উচ্চতর ব্যবহারিক শিক্ষা। রুম্মান রশীদ খান-এর লেখা এই নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। প্রথমবারের মত এ নাটকের মাধ্যমে ছোট পর্দায় ইমনের জুটি হয়ে অভিনয় করেছেন মেহজাবীন। ইমন বলেন, প্রায় পাঁচ বছর পর নাটকে অভিনয় করলাম। সর্বশেষ রুম্মান রশীদ খান-এর লেখা এবং রাজীবের প্রযোজনায় ভাষা পেলো ভালোবাসা নাটকে কাজ করেছিলাম। এর পর পাঁচ বছরে আমার বেশ কিছু নাটক ছোট পর্দায় প্রচারিত হয়েছে, যে নাটকগুলি অনেক আগে ধারণ করা। ঐ নাটকগুলো দেখে অনেকেই ভেবেছিলেন আমি বুঝি নাটকে নিয়মিত হতে যাচ্ছি। দর্শকদের নিয়মিত অনুরোধ ছিল ঠিক, তবে সত্যি বলতে, চলচ্চিত্রই আমার ধ্যন-জ্ঞান, আমার স্বপ্ন। ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। উচ্চতর ব্যবহারিক শিক্ষা নাটকের স্ক্রিপ্ট যেমন মজার, ঠিক তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। পরিচালক খুব যতœ নিয়ে কাজ করেছেন। তাছাড়া মেহজাবীনের সঙ্গে অভিনয় করাটাও বেশ উপভোগ করেছি। মেহজাবীন এর আগে বিভিন্ন স্টেজ শো, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইমনের সঙ্গে কাজ করেছেন। একসঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে মেহজাবীন বলেন, ইমনের সঙ্গে কাজ করতে গিয়ে মনেই হয়নি কাজ করছি। মজার ছলে আনন্দ নিয়ে নাটকটিতে কাজ করেছি। এ নাটকে আমি ইমনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। পরিচালক জানান, উচ্চতর ব্যবহারিক শিক্ষা আসছে ঈদে একটি বেসরকারী টিভি চ্যনেলে প্রচারিত হবে।
একসঙ্গে নাটকে ইমন-মেহ্জাবিন!
Spread the love
Spread the love