বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির ব্যস্ততম নায়ক তিনি। ৩০ অক্টোবর বাজে ছেলে ছবির শুটিং করলেন রাত জেগে। আর একদিন পরেই এফডিসিতে হাজির হলেন ‘আপন মানুষ’ ছবির শুটিংয়ে। আজকেও তিনি এফডিসিতে ‘আপন মানুষ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, এভাবেই চলছে বাপ্পির দিনকাল। পড়ালেখা আর শুটিংয়ের ফাঁকে তার অবসর মেলায় দায়। তবু মানিয়ে নিচ্ছেন নিজেকে। তবে ব্যক্তিগত প্রসঙ্গ নয়, বাপ্পি চান তার কাজ নিয়েই কথা হোক। নিজের অভিনীত ছবিকেই আলোচনার কেন্দ্রে রাখতে চান। তাই ১লা নভেম্বর থেকে শুরু হওয়া আপন মানুষ ছবি নিয়েই কথা বললেন তিনি। শাহ-আলম মন্ডল পরিচালিত এ ছবিতে বাপ্পির নায়িকা পরী মনি। বাপ্পি বলেন, ‘এ ছবিতে আপন মানুষের জন্য যেমন টানাপোড়েন আছে, তেমনি ভালোবাসার মানুষের জন্যও আছে সংগ্রাম। তাই রোমান্স-অ্যাকশন নিয়েই আবর্তিতত হয়েছে ছবিটির গল্প।’
প্রসঙ্গ ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পি।এতে তার বিপরীতে অবিনয় করেন, মাহিয়া মাহি। বাপ্পির সর্বশেষ ছবি ছিলো ‘আজব প্রেম’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি গত মাসে মুক্তি পেয়েছিলো।
এফডিসিতে চলছে বাপ্পির আপন মানুষ…
Spread the love
Spread the love