স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা ক্ষুদ্র মান দোকানদার সমবায় সমিতির আয়োজনে নিবন্ধন সহজকরণ ও টেকসই মানসম্মত সমবায় সমিতি গঠনের লক্ষ্যে নিবন্ধনের পুর্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাত ৯টায় লিলিমোড়স্থ পান ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়কে আল্লাহ হালাল করেছেন। অতএব এমন কোন দ্রব্যের ব্যবসা করা যাবে না যেটা মানুষ ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যবসার মূল পূঁজি হচ্ছে সততা আর উত্তম ব্যবহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এমন কোন ব্যবসা করা যাবো না যা মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর
Spread the love
Spread the love