কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক মার্কিন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তার ছোট ভাই নুরুল হক গুলিবিদ্ধ হয়েছেন। মার্কিন স্থানীয় মৃত মোজাহের মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, স্থানীয় জালাল আহমদ গংয়ের সঙ্গে মার্কিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ (সোমবার) সকালে জালাল ওই জমি দখল করতে এলে মার্কিনরা বাধা দেয়। এসময় জালালের সহকারীরা মার্কিন ও তার ভাইকে গুলি করলে ঘটনাস্থলেই মার্কিন মারা যান এবং তার ছোট ভাই নুরুল হক গুলিবিদ্ধ হন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় নাজিরপাড়ার জালাল আহমদ (৪০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩২) ও ছৈয়দ আলমকে (২৮) আটক করা হয়েছে।
কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৪
Spread the love
Spread the love