আমিনুল কবির,কক্সবাজার : কক্সবাজার শহরের হোটেল মোটেল কটেজ জোন থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। যার মূল্য চল্লিশ লক্ষ টাকা। ২৫ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সাংস্কৃতিক কেন্দ্রের পূর্বপাশে হোটেল জি এম গেষ্ট হাউজের সামনে থেকে তাদেরকে আটক করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো, টেকনাফ উপজেলার নাইক্কলখালী মৌলভী বাজার এলাকার মৃত আব্দুল করিম এর পুত্র সোনা মিয়া (৭২)। উখিয়ার পাইন্নাসিয়া কোট বাজার এলাকার মিয়া হোসেনের পুত্র সৈয়দ হোসেন (২৪)। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের এএসপি কোম্পানী অধিনায়ক মো: শরাফত ইসলাম জানান, হোটেল মোটেল জোনে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এইএলাকায় অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় করার সময় ১০ হাজার ইয়াবাসহ হাতেনাতে দুই ব্যাক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ (সংশোধন আইন,২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯ (খ) ধারায় মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারে ৪০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২
Spread the love
Spread the love