মিষ্টার আলী মিলন,বগুড়া : বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য ও কণ্ঠশিল্পী প্রনব সান্যালের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই থানার বিশা সান্যালপাড়ায় হামলা চালিয়ে তার মা প্রীতিরানী সান্যাল ও বোন নুপুর তালুকদারকে আহত করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। গতকাল বুধবার জোটের নেতৃবৃন্দ এঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংস্কৃতিক কর্মীদের উপর কৌশলে হামলা করে দেশীয় সংস্কৃতিকে মুছে দিতে চায়। তারা বলেন, আত্রাই থানায় মামলা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশ পেয়েছে। হামলাকারি একই এলাকার রথি ও রজনী বাহিনীদের দ্রুত গ্রেফতার করে তাদের কঠোর শাস্তির দাবী জানান। বিবৃতি প্রদান করেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আতিকুর রহমান মিঠু, আসাদ হোসেন, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকি, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, গৌতম কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাকিব জুয়েল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তাসহ জোটের নির্বহী কমিটির সকল সদস্যবৃন্দ।
কণ্ঠশিল্পী প্রনবের বাড়িতে হামলার ঘটনায় বগুড়া জোটের নিন্দা জ্ঞাপন
Spread the love
Spread the love