Spread the love
গাইবান্ধা প্রতিনিধি : শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন। আজ রোববার দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা কারা কতৃপক্ষ তাকে ছেড়ে দেয়। জেল গেটেই জেলা আওয়ামী লীগ ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। তারপর তিনি লাল রংয়ের একটি পাজেরো গাড়িতে চড়ে সুন্দরগঞ্জের নিজ বাড়িতে যান। এর আগে সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতে চতুর্থ দফায় জামিনের আবেদন করা হলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউছুফ তার জামিন মঞ্জুর করেন।
Spread the love