কাহালু (বগুড়া) প্রতিনিধি : বুধবার বাদ জোহর বগুড়ার কাহালু উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা পরিষদের আয়োজনে করোনায় আক্রান্ত উপজেলা নির্বাহী আফিসার মো. মাছুদুর রহমান এর সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরাদুল ইসলাম, সোনালী ব্যাংক কাহালু শাখার শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু পৌরসভার সাবেক প্যানেল মেয়র মানিক উদ্দিন কবিরাজ, বাংলাদেশ মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি ও কাহালুর বিবিরপুকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। এছাড়াও একইদিন বাদ জোহর কাহালু উপজেলা পরিষদের আয়োজনে পৌর এলাকার ৪/৫টি মসজিদে করোনায় আক্রান্ত উপজেলা নির্বাহী আফিসার মো. মাছুদুর রহমান এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা পরিষদের উদ্দ্যোগে ইউএনও মাছুদুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Spread the love
Spread the love