কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ এর পিতা বেলাল উদ্দিন কবিরাজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন পাল্লাপাড়া গ্রামে মারা যান। (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০১) বছর। তার রুহের মাগফেরত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কাহালু মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলীম (রানা), সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস প্রমূখ। আজ বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ছোট ছেলে কামাল উদ্দিন কবিরাজ।