Spread the love
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ৯ ফুট দৈর্ঘ্যের এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চাক্তাবাড়ী গ্রামে একটি গাছে সাপটি পাওয়া যায়। পরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর উদ্ধার করা অজগর সাপটি রংপুর প্রাণি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শঙ্কর কুমার বিশ্বাস জানান, স্থানীয় মানুষজন প্রথমে একটি গাছে দেখতে পায় অজগরটিকে। পরে তা উদ্ধার করা হয়। অজগরটি না খেয়ে থাকতে থাকতে প্রায় অসুস্থ্য হয়ে পড়ে বলে জানান তিনি। জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসে এই অজগর সাপটি। এ নিয়ে এলাকার উৎসুক জনতা ভিড় জমায় অজগরটিকে দেখার জন্য।
Spread the love