Spread the love
মাসুদ রানা ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সৌহার্দ্য ।। কর্মসুচীর সমাপনি সমন্বয় সভা উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল অলম এর সভাপতিত্বে এই কর্মসুচীর মূল্যায়ন ও অর্জন বিষয়ে আলোচনায় মুল বক্তব্য উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের আঞ্চলিক কর্মসুচী ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম ও ভাঙ্গুড়া ইউনিটের কর্মসুচী ব্যবস্থাপক মোঃ সাদিকুল হাসান প্রমুখ। ইউএনও তার বক্তব্যে বলেন সৌহার্দ্য ।। কর্মসুচী ভাঙ্গুড়ায় দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে পুরোপুরি সফল হয়েছে। এজন্যে তিনি কেয়ার বাংলাদেশকে অভিনন্দন জানান। এসভায় সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।।
Spread the love