স্টাফ রিপোর্টার : ‘শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ আর খালেদা জিয়া চ্যাম্পিয়ন অব দ্যা টেরর’ বলে মন্তব্য করেছেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপিকে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক। খালেদা জিয়ার কাছ থেকে এখন আইএসও সন্ত্রাস শিখছে। হাছান মাহমুদ বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে নির্বাচনের আগে এবং পরে ষড়যন্ত্র করেছে। এখন বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন নতুন করে ষড়যন্ত্র করছে। বিদেশি হত্যাকাণ্ড কেবল জঙ্গিগোষ্ঠীর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গভীর ষড়যন্ত্র। দয়া করে এ দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাবেন না, যোগ করেন তিনি। তিনি বলেন, আমরা চাই ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি দলকে ঢেলে সাজিয়ে শক্তিশালী হোক। কেবল সংবাদ সম্মেলন নির্ভর না হয়ে জনগণের দল হোক। বঙ্গবন্ধু প্রজন্ম লীগ “প্রধানমন্ত্রীর চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপত্বি করেন আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহমদ।
Spread the love
Spread the love