Spread the love
খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়ি থেকে রেশমা (২২) নামে এক গৃহবধূ ও মারিয়া নামে তাঁর দেড় বছরের কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে ডুমুরিয়ার মঠবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ডুমুরিয়া থানার ওসি মশিউর রহমান বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রতিবেশীদের খবরের ভিত্তিতে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূ ও শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তাদের শরীরে কোনও আঘাতের দাগ পাওয়া যায়নি। ওই গৃহবধূর স্বামী মাহবুবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও ওসি জানান।
Spread the love