নিজস্ব প্রতিবেদক : আবারও প্রায় দীর্ঘ দু-বছর ক্রিকেটীয় আসর (বিপিএল)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা যায় দিনটিতে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্দিষ্ট করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার। অন্যদিকে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৫ নভেম্বর শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। আর বিপিএলের তৃতীয় আসরে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ না করায় ২০১৪ সালে বিপিএল আয়োজন করা হয়নি। এবার প্রায় দুবছরেরও বেশি বিরতি দিয়ে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর:- বিপিএল!
Spread the love
Spread the love