ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা,প্রতিনিধি : ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, স্ব স্ব প্রতিষ্ঠানে সেবা প্রদান ইত্যাদি। বৃহস্পতিবার এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, অন্যদেও মধ্যে ডিডিএলজি’র উপ-সচিব মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, পিটিআই সুপার শামছি আরা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সেবার মনোভাব নিয়ে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে জনগণের প্রকৃত সেবা পৌছে দিতে মাঠ পর্যায়ে আরও দায়িত্বশীলভাবে সকলকে একযোগে কাজ করতে হবে।
গাইবান্ধায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
Spread the love
Spread the love