Spread the love
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : গাইবান্ধায় একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি বিপুল চন্দ্রকে (৩২) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে, (র্যাব)-১৩ সদস্য ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তুলশীঘাট এলাকা থেকে শুক্রবার সকালে তাকে আটক করে।
বিপুল চন্দ্র সদর উপজেলার তুলশীঘাট ইউনিয়নের ছাদেকপুর গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বিপুল চন্দ্র আলোচিত স্কুলছাত্রী লিজা হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন। বিপুল অন্তঃজেলা ডাকাত দলের সর্দারও। শুক্রবার বিকেলে বিপুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Spread the love