Spread the love
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে গতকাল মঙ্গলবার ইভটিজিংয়ের দায়ে রাহিম (২০) নামের এক লেদ মিস্ত্রিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত রাহিম গাবতলী পৌর সদর এলাকার চাকলা গ্রামের লোকমান আলীর ছেলে। জানা গেছে, গতকাল সকালে জেএসসি পরীক্ষা শুরুর আগে রাহিম এক জেএসসি পরীক্ষার্থীনীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয়রা রাহিমকে আটক করে গাবতলী মডেল থানায় সোপর্দ করে। পুলিশ আটককৃত রাহিমকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে শুনানী শেষে তাকে ৬ মাসের জেল প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মাজেদা ইয়াসমীন।
Spread the love