বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রাম থেকে দুইরাউন্ড গুলি ও ২০ইঞ্চি লম্বা দু’টি কিরিচ উদ্ধারসহ তারেক ইসলাম (২০) ও আরিফুল ইসলাম ঝিনুক (২২) কে থানা পুলিশ গতশুক্রবার রাতে গ্রেফতার করেছে। এঘটনায় গতকাল শনিবার পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
জানাযায়, গতশুক্রবার রাতে উপজেলার সোনারায়ের সাবেকপাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা এসআই আহসান, এসআই লাল মিয়া ও এএসআই সুজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। বাড়ীর লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তারেক ও তার ভাই ঝিনুককে আটক করে। এসময় তাদের প্যান্টের পকেট থেকে দু’রাউন্ড তাজা গুলি ও খাটের গদির নিচে থেকে ২০ইঞ্চি লম্বা দু’টি কিচির উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃর্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা অপরাধের সাথে জরিত।
গাবতলীতে তাজা গুলিসহ ২ভাই গ্রেফতার : থানায় মামলা
Spread the love
Spread the love