আতাউর রহমান
বগুড়ার গাবতলীতে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ দেখতে গিয়ে বেগম (৬০) নামের এক বৃদ্ধা খুনের ঘটনায় স্বামী কালু আকন্দ বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা করেছে। এজাহার ভুক্ত ৪ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। প্রকাশ গত ১৪ আগষ্ট শুক্রবার নেপালতলী ইউনিয়নের কদমতলী আকন্দ পাড়া এলাকায় বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাদীর ৬০ বছরের বৃদ্ধা বেগম নিহত হয়। এছাড়াও ৪ জন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ঘটনার দিনগত রাতে এলাকার ১২ জনকে আসামী করে থানায় মামলা করা হলে রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাররা তার পুলিশি দক্ষতার কৌশল কাজে লাগিয়ে এজাহার ভুক্ত আসামী রঞ্জু, খলিলুর রহমান, মিল্টন ও রুমী বেগমকে গ্রেফতার করে। পরের দিন ১৫ আগষ্ট তাদেরকে জেল হাজতে প্রেরন করেছে। তদন্ত কর্মকর্তা এসআই আবু জাররা জানান এই মামলার অনান্য আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।
গাবতলীতে বৃদ্ধা খুনের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঃ গ্রেফতার-৪
Spread the love
Spread the love