গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল রবিবার গাবতলীতে মিল্কভিটার সমবায়ীদের মাঝে সম্পুরক দুগ্ধ মূল্য বিতরন ও মত বিনিয়ম সভা উপজেলা আ“লীগের সভাপতি এএইচ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিল্কভিটার ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিল্কভিটার ব্যাবস্থাপনা কমিটির সদস্য ড.সাজ্জাদ হায়দার, শেখ আব্দুল হামিদ লাবলূ, শামছুল আরেফিন, গোলাম মোস্তফা নান্টু, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন, মডের থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাবতলী দুগ্ধ কারখানা ও এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ বিপ¬ব চন্দ্র অধিকারী, রহমাননগর প্রাঃদুঃ উঃ সমবায সতিরি সভাপতি বাবু, আকন্দপাড়া প্রাঃদুঃ উঃ সমবায সতিরি সভাপতি পরিতোষ আনুষ্ঠানটি পরিচালনা করেন এসও হুমায়ন কবির প্রমূখ।
গাবতলীতে মিল্কভিটার সমবায়ীদের মাঝে সম্পুরক দুগ্ধ মূল্য বিতরন
Spread the love
Spread the love