গাবতলী (বগুড়া) প্রতিনিধি : নবান্ন উৎসব ও বিশেষ ঋণ আদায় উপলক্ষে গতকাল রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখার উদ্যোগে ১৫দিনব্যাপী ঋণ আদায় কর্মসূচীর উদ্বোধন করেন রাকাব বগুড়া জোন উত্তরের জোনাল ব্যবস্থাপক সামসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাকাব বগুড়া জোন দক্ষিণের জোনাল ব্যবস্থাপক খোরশেদ আলম, রাকাব বগুড়া জোন দক্ষিণের নিরীক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নজরুল হোসেন, গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, ২য় কর্মকর্তা আব্দুস সাত্তার, সামসাদ, আমিরুল ইসলাম, আনিছুর রহমান, মেহবুব আলী, জিল্লুর রহমান প্রমূখ। প্রথম দিনে মোট ৮২জন ঋণ গ্রহীতার নিকট থেকে ৩৮লাখ টাকা আদায় করা হয়। এরমধ্যে শ্রেনীকৃত ঋণ ৪লাখ টাকা, সম্ভাব্য শ্রেনীকৃত ঋণ ৩২ লাখ টাকা, অবশিষ্ট অশ্রেণীকৃত ঋণ। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম জানান, কৃষকের ঘরে নতুন ধান তেমন আসেনি। তাই আশানুরুপ ঋণ আদায় হয়নি। আগামী ২৯নভেম্বর অনুষ্ঠিতব্য ২য় ঋণ আদায় মহাক্যাম্পে অবশিষ্ট ঋণ গ্রহীতাগণ তাদের খেলাপী ঋণের টাকা পরিশোধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
গাবতলীতে রাকার শাখার উদ্যোগে ঋণ আদায় কর্মসূচীর উদ্বোধন
Spread the love
Spread the love