গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল শনিবার বগুড়ার গাবতলী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাবতলী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাবতলী উপজেলা নির্বাহী কমকর্তা মাজেদা ইয়াসমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহিদ। প্রশিক্ষক ড. সামিউল হক ফারুকী, ছামছুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম।অন্যান্যদের মধ্য ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ রায়হানুল হক রানা, অর্থ সম্পাদক আঃ বাছেদ, সদস্য রেজাউল করিম সুজন, খায়রুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমূখ। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
গাবতলীতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Spread the love
Spread the love