গাবতলী (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সফলতা অর্জনে প্রচারণার লক্ষ্যে গতক সোমবার বগুড়া গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। পরে উন্নয়ন শোভাযাত্রা শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ইউএনও মাজেদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ্যাসিল্যান্ড আশরাফুল ইসলামের পরিচালনায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন, ভাইস চেয়ারম্যান আঃ মজিদ, সুরাইয়া জেরিন, বগুড়া বিএমএ’র সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, উপজেলা আ’লীগের সভাপতি আজম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিন্নাতুল ফেরদৌস, সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আক্কাস আলী, পিআইও আঃ রহিম প্রমূখ। এ সময় সরকার দলীয় নেতাকর্মী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ২৪ স্টল প্রদর্শিত হয়েছে।
গাবতলীতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
Spread the love
Spread the love