গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল মঙ্গলবার উপজেলার কাগইল নায়েবুল্লাহ আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কাগইল ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন এবং কাগইল ইউনিয়ন আ.লীগের আহবায়ক সাবিনা শফি লিথি। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা বদিজ্জামান, আবুল কালাম বাদশা, যুবলীগ নেতা সাজেদুর রহমান শামীম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রতন প্রমূখ। শেষে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলমকে আহবায়ক, শামীম আহম্মেদ, ওবায়দুল ইসলাম ও ইব্রাহীম আলীকে যুগ্ম আহবায়ক করে ৩১সদস্য বিশিষ্ট কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩০দিনের মধ্যে কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
গাবতলীর কাগইলে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Spread the love
Spread the love