গাবতলী ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল বিদ্যালয় হলরুমে প্রস্ততি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহজাহান আলী রাজ্জাক মাষ্টারের সভাপতিত্বে প্রস্ততি ও আলোচনা সভায় শতবর্ষ সফলভাবে উদযাপন করতে আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র ও অবঃ শিক্ষক বাবু মনোজ কুমার মন্ডলকে আহবায়ক, প্রাক্তন ছাত্র ও বগুড়া সরকারী মজিবুর রহমার মহিলা কলেজের প্রভাষক গাজী মোঃ তৌহিদুল ইসলাম সনি চৌধুরী, প্রাক্তন ছাত্র আব্দুর রাজ্জাক সাজাহান মাষ্টারকে যুগ্ম আহবায়ক, এবং রফিকুল ইসলাম,আব্দুর রশিদ মোল্বা, প্রধান শিক্ষক মোবারক আলী, প্রাক্তন ছাত্র প্রভাষক আশরাফ হোসেন,আগানিহাল বিন জলিল তপন, বিশ্বম্ভর দত্ত বিশু,মাহফুজুল হক সুইট ও শ্রীমতি সু-প্রভা রানীকে সদস্য করা হয়। সভায় শতবর্ষ উদযাপনে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মোস্তাফিজার রহমান মোস্তা, লিয়াকত আলী মুঞ্জ,আজমল হোসেন শীষ,ডাঃ রাজিব কুমার আশু, আগানিহাল তরুন,সাংবাদিক আতাউর রহমান, নজরুল ইসলাম,জান্নাতুল মহল তুলি, আব্দুস সবুর সবুজ, অংকুর আহম্মেদ, মিকরাইল ইসলাম, তারেক, শামিম,আবুল হোসেন, আতাউর রহমান,আব্দুল্লাহেল কাফী দুলাল, মিনহাজ, রাহেল, হানিফ, সাইফুল ইসলাম,বাবলু মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। বক্তাগন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু করুনা কান্ত রায়ের অক্লান্ত পরিশ্রম অর্থ সম্পদদান ও ত্যাগের বিষয়ে তাকে গভীর ভাবে স্মরন করা হয়।
গাবতলীর কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা
Spread the love
Spread the love