গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা দক্ষিন পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান (৬৫) বার্ধক্য জনিত কারনে গতকাল ৬ নভেম্বর শুক্রবার সকাল ৭ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন। মৃত্যুকালে তিনি ৪ সন্তান, স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জুম্মা শেষে দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আলম চান্দু, সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দীন, নির্বাহী অফিসারের প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মাহবুবর রহমান মোতাহার, মডেল থানার এসআই আবু জাররা, চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সহকারী কমান্ডার আব্দুস সামাদ, আয়েন উদ্দীন, বজলার রহমান, আব্দুল মান্নান, আবুল কাশেম, ইউপি কমান্ডার আব্দুল ওয়াদুদসহ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। জানাযা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার হুমায়ন আলম চান্দু আরো ১০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।
গাবতলীর দুর্গাহাটায় মুক্তিযোদ্ধা ফজলুল রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Spread the love
Spread the love