বগুড়া থেকে আল আমিন : বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে স্থানীয় গাড়ীদহ নদীতে ২দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন। ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও মজিবর রহমান মাষ্টারের সভাপতিত্বে বরেণ্য অতিথিদের মধ্য ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা। বিশেষ অতিথিদের মধ্য ছিলেন মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, আ’লীগ নেতা জাহিদুল ইসলাম, ওয়াজেদ হোসেন, আব্দুর রহিম মোল্লা, বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকী, আঃ মতিন, আবুল কালাম, আবু তালেব, আব্দুল মজিদ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হায়দার আলী, যুবদল নেতা জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন ইউপি মেম্বার শাজাহান, বাচ্চু, জহুর আহম্মেদ, হাফিজার, আজাদ, মতি, আলম, আলিম, জহুরুল, নাজমা বেগম, নাজমা আক্তার, রেজমিন আক্তার। এই নৌকাবাইচ খেলা দেখতে উপজেলাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভীড় জমায়, যা মানুষের ঢল নামে ছিল। বেশ উৎবসমুখর পরিবেশে নৌকাবাইচ খেলা উপভোগ করেছে দর্শকরা। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এসে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আজ মঙ্গলবার চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
গাবতলীর মহিষাবানে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন
Spread the love
Spread the love