Spread the love
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর হযরত রাবেয়া বস্রী হাফেজিয়া মহিলা মাদ্রাসায় হাফেজ ছাত্রীদের মাঝে আল কোরআনের ছবক ও পবিত্র কোরআন শরীফ বিতরন উপলক্ষে মাদ্রাসা কক্ষে মা সমাবেশ দোওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল আজিজ এর সার্বিক ব্যবস্থাপনায় ও আল কোরআন মাহফিলের মহিলা তাফসির কারক(বক্তা) হযরত রাবেয়া বস্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোছাঃ হাবীবা খাতুন,মোছাঃ ফাতেমা খাতুন,মোছাঃ রহিলা বেগম,মোছাঃ খাতিজা বেগম, হাফেজ শিক্ষার্থী মিতা খাতুন,সোহাগী খাতুন,লাজিনা খাতুন,রিনতী খাতুন,জান্নাতি খাতুন,সুমাইয়া খাতুন,জিবন খাতুন, রুনা খাতুন, জাকিয়া খাতুনসহ এলাকার শতাধিত পদ্দানশীন নারী।
Spread the love