গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বাসচাপায় ইয়ার আলী শেখ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামকস্থানে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার আলী শেখ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সড়ইকান্দি গ্রামের মৃত রহম শেখের ছেলে ও ফুকরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। স্থানীয়রা জানান, গরু নিয়ে হাটে যাবার সময় মহাসড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী বাস ইয়ার আলী শেখকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়। পরে উত্তেজিত এলাকাবাসী ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় কাশিয়ানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হাসান অবরোধ তুলে দেবার চেষ্টা করলে তাকেও মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পুলিশ সদস্যকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘মহাসড়ক থেকে অবরোধ তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
গোপালগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত
Spread the love
Spread the love