Spread the love
নোমান মাহফুজ গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জের কালিজুরীতে হারিয়ে যাওয়া লিছান জয়(৮/১০) নামের এক শিশুর মৃত লাশ পাওয়া গেছে। শনিবার সকাল ৭ টার সময় সুঁইচ গেট পুলের পার্শ্ববর্তী খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সে কালিজুরী গ্রামের মোঃ নানু মিয়ার ছোট ছেলে।জানা যায়, গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যার সময় সে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাঁকে আর পাওয়া যায়নি। অবশেষে হারিয়ে যাওয়ার তিনদিন পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
Spread the love